গোমতী জেলার উদয়পুরে রাজবাড়ী এলাকায় একজন নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। জানা যায় তাদের কাছ থেকে ড্রাগস সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পিত্রা ফাঁড়ির ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আটক রাধাকিশোর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। জানা গেছে মন্দির নগরী উদয়পুর এর বিভিন্ন স্থানে তারা নেশা সামগ্রী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন। উল্লেখ্য সংস্কৃতির পীঠস্থান ত্রিপুরা ক্রমেই নেশার সাগরে ভাসতে শুরু করেছে। ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুবসমাজ কলুষিত হচ্ছে।