নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): হ্যাসট্যাগ কোথায় টিকা? জুলাই মাস হয়ে গেল, ভ্যাকসিন এলো না। শুক্রবার সকালে এই টুইট করে ভ্যাকসিন নিয়ে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। পীযুষ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই উপলব্ধ হবে ১২ কোটি ভ্যাকসিন, যা বেসরকারি হাসপাতালে সরবরাহ থেকে পৃথক। একইসঙ্গে রাহুলকে তোপ দেগে গোয়েল জানিয়েছেন, রাহুল গান্ধীর বোঝা উচিত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে গম্ভীরতার পরিবর্তে নিম্ন রাজনীতি সঠিক নয়।
শুক্রবার সকালে রাহুল গান্ধী টুইট করে লেখেন, “জুলাই মাস হয়ে গেল, ভ্যাকসিন এলো না।” এই টুইটের জবাব দিয়ে গোয়েল টুইটে লেখেন, “জুলাইয়ের মধ্যেই উপলব্ধ হবে ১২ কোটি ভ্যাকসিন, যা বেসরকারি হাসপাতালে সরবরাহ থেকে পৃথক। ১৫ দিন আগেই সরবরাহের বিষয়ে রাজ্যগুলিকে অবগত করা হয়েছে। রাহুল গান্ধীর বোঝা উচিত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে গম্ভীরতার পরিবর্তে নিম্ন রাজনীতি সঠিক নয়।”
প্রসঙ্গত, ভারতে ৩৪ কোটির গণ্ডি ছাড়িয়ে কোভিড-টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৪,০০,৭৬,২৩২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪২,৬৪,১২৩ জনকে।

