BRAKING NEWS

আতঙ্ক না ছড়িয়ে টিকাকরণের জন্য আরও উদ্যোগী হোন, বিরোধী নেতাদের কাছে আর্জি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : টিকাকরণ নিয়ে বিরোধী নেতাদের সমালোচনায় তোপ দাগলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি টুইট করে তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যের নেতারা এখন আতঙ্ক ছড়াতে বেশি শক্তিক্ষয় করছেন। এর বদলে তাঁরা টিকাকরণের জন্য উদ্যোগ নিলে ভাল করতেন।’

গত ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস থেকে নতুন ভ্যাকসিন পলিসি চালু হয়েছে দেশে। কেন্দ্রীয় সরকার টিকাকরণের পুরো উদ্যোগ নিজের হাতে তুলে নিয়েছে। রাজ্যগুলিকে এখন কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হচ্ছে বিনামূল্যে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত সপ্তাহেই দেশ জুড়ে তিন কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। টিকাকরণের ক্ষেত্রে এই ঘটনা এক মাইলস্টোন। স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন, ‘টিকাকরণ নিয়ে এখনও যদি কোনও সমস্যা থাকে, তাহলে তার জন্য দায়ী রাজ্য।’ হর্ষবর্ধন কোনও নেতার নাম না করে বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, টিকাকরণ নিয়ে কয়েকজন নেতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। মানুষ সহজেই এই নেতাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন। কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ ভ্যাকসিন দিচ্ছে বিনামূল্যে। এর ফলে জুন মাসে ১১ কোটি ৫০ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।’


একটি টুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জুলাই মাসে রাজ্যগুলিকে ১২ কোটি ডোজ দেওয়া হবে। দু’সপ্তাহ আগেই তাদের একথা জানিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন দেওয়া হবে আলাদাভাবে।’ এর আগে ২৬ জুন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্বাস্থ্যমন্ত্রক বলে, জুলাই মাসে বেসরকারি হাসপাতাল ও রাজ্যগুলিকে মোট ১২ কোটি ডোজ দেওয়া হবে। হর্ষবর্ধন বলেন, ‘সমালোচকরা যদি প্রকৃত তথ্য জেনেও এই ধরনের বিবৃতি দেন, তাহলে বলতে হবে ব্যাপারটা দুর্ভাগ্যজনক। আমি আবার বিভিন্ন রাজ্যের নেতাদের বলতে চাই, আতঙ্ক ছড়াবেন না। টিকাকরণের জন্য আরও শক্তি ব্যয় করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *