BRAKING NEWS

বিদ্যুতের সমস্যায় নাজেহাল অবস্থা, সাব স্টেশন ঘেরাও

উদয়পুর, ১৪ জুন : বিদ্যুৎ সমস্যায় নাজেহাল উদয়পুরের বন দোয়ার এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে সোমবার এলাকার প্রমিলা বাহিনী সাব স্টেশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ দিন ধরে উদয়পুর বনদুয়ার এলাকার লোকজন বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ। সোমবার বেলা ১০টা থেকে এলাকার প্রমিলা বাহিনী বনদুয়ার সাব স্টেশন ঘেরাও করে বিক্ষোভ দেখান।প্রমিলা বাহিনীর বক্তব্য, বনদুয়ার থেকে রুখিয়া একটি লাইন গেছে। এই লাইনটি সামান্য বৃষ্টি কিংবা বাতাস এলেই বিকল হয়ে পড়ে। বিদ্যুৎ-র লো ভোল্টেজ এর ফলে এলাকার লোকজনদের বাড়ির ফ্রিজ, টিভি ইত্যাদি নষ্ট হয়ে যাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ লাইনের সমস্যার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এনিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষকে জানিয়ে কাজের কাজ কিছু হচ্ছিল না। ফলে বাধ্য হয়ে সোমবার এলাকার প্রমিলা বাহিনী বিদ্যুৎ দপ্তরের বনদুয়ার সাব স্টেশনে ঘেরাও করেন।

এদিকে মহিলারা ডিজিএম মিহির দেববর্মাকে ঘটনাস্থলে আসার জন্য দাবি জানান । অনেক অপেক্ষার পর ডিজিএম সাহেব অফিসে এসে পৌঁছান। ঘরিতে তখন দুপুর১২ ঘন্টা । কিন্তু গাড়ি থেকে নেমে ডিজিএম সাহাবের অফিসে ঢোকার স্টাইল দেখে হতবাক প্রমিলারা। কারণ উনি সোজা হয়ে চলতে পারছে না। পরে জানা যায় সম্পূর্ণ মদমত্ত অবস্থায় আছেন। সাংবাদিকরা ঘটনার বিবরণ জানতে চাইতে গেলে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এনিয়ে সাংবাদিকদের সঙ্গে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একটি অতি জরুরী দপ্তরের পাঁচ পাঁচটি ল্যান্ড ফোন অচল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন যাবত। এই গুলি মেরামত করার প্রয়োজনও অনুভব করেন না ডিজিএম, এমনটাই অভিযোগ। প্রমিলা বাহিনী বাধ্য হয়ে অন্য অফিসারদের সঙ্গে তাদের দাবি গুলি নিয়ে কথা বলেন। ডিজিএম এহেন আচরণে প্রমিলারা ক্ষুব্দ। মহিলাদের বক্তব্য আজকের মধ্যে বিদ্যুৎ দপ্তরে লাইন গুলো সারাই করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তারা। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন বিদ্যুৎ সমস্যায় ভুগছেন। সবকিছু জেনে শুনেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এই জটিল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *