ওয়াশিংটন, ৫ জুন (হি.স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের প্রতি একটুও ‘নরম’ হল না ফেসবুক। বরং আরও কঠোর মনোভাব নিয়ে আগামী ২ বছরের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। আগামী ২ বছরের জন্য নিষেধাজ্ঞা গত ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। যদি ফেসবুকের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি অনেকটাই হ্রাস পেয়েছে, তবেই ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফেসবুকের এই সিদ্ধান্তকে আমেরিকানদের প্রতি ‘অপমান’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার প্রেক্ষিতে ফেসবুক, টুইটার-সহ সমস্ত সামাজিক মাধ্যম সাসপেন্ড অথবা বন্ধ করে দিয়েছিল ট্রাম্পের অ্যাকাউন্ট। উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল ট্রাম্পের। ৪ জুন (শুক্রবার) ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণ অত্যন্ত গুরুতর। আমরা বিশ্বাস করি যে তাঁর পদক্ষেপগুলি আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে।”
2021-06-05