BRAKING NEWS

পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন সরকারী কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ কারফিউ চলাকালে পুলিশ অত্যাবশ্যকীয় পরিষেবা মূলক কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের কে পর্যন্ত ব্যবস্থা করছে বলে গুরুতর অভিযোগ মিলেছে৷রাবার বোর্ডে কর্মরত এক আধিকারিককে সোমবার সকালে অফিসে যাওয়ার সময় কুঞ্জবন এলাকায় পুলিশ হেনস্থা করে৷


পুলিশের হেনস্থার শিকার ওই সরকারি কর্মচারীকে কারফিউ চলাকালীন সময়ে রাস্তায় বের হওয়ার কারণে আর্থিক জরিমানা দেওয়ার কথা বলে পুলিশ৷ তিনি জানান সরকারি দায়িত্ব পালন করতে যাচ্ছেন৷ কিন্তু কোনো কথাই মানতে নারাজ পুলিশ৷ তাকে সেখানে ফাইন দিতে বলা হয়৷কারণ তিনি রাস্তায় কেন নামলেন এটাই নাকি তার অপরাধ৷ পরে ঔ আধিকারিক ফাইন না দেওয়ায় তাকে এন সি সি থানায় নিয়ে যাওয়া হয়৷ পরে সেখান থেকে সরকারি ওই কর্মচারীকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি তার পুলিশি ব্যবস্থা ও তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন৷ উনার স্ত্রীও রাজ্য সরকারের ডিডব্লুএস-র বাস্তুকার৷ তিনিও তার তিক্ত অভিজ্ঞতার কথা বলেন এদিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *