BRAKING NEWS

আসাম রাইফেলস জওয়ানসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ মে৷৷ আবারো আত্মহত্যা৷ এটি আজকের দিনে উদয়পুরে দ্বিতীয় আত্মহত্যা৷ আজকের দিনে উদয়পুরে প্রথম আত্ম হত্যার ঘটনা৷ দ্বিতীয় আত্মহত্যার ঘটনাটি ঘটে উদয়পুর মাতাবাড়ি এলাকায় শশুর শাশুড়ি মিলে মেয়ের জামাইকে শাসন করায় জামাই শ্যামল দেবনাথ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ প্রথম ঘটনায় নিজের এ কে ৪৭ রাইফেল দিয়ে আত্মঘাতী হন ২১নং আসাম রাইফেল জওয়ান৷ মঙ্গলবার রাত আনুমানিক এগারোটায় উদয়পুর ধবজনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেলের ২২ নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে৷ মৃত জওয়ানের নাম সঞ্জয় কুমার৷ বয়স আনুমানিক ৪৩ বৎসর৷ বাড়ি হিমাচল প্রদেশে৷


নিজের থুতোনির মধ্যে এ কে ৪৭এর বাট লাগিয়ে টিগার টিপে গুলি করে আত্মঘাতী হন বলে সংবাদ সূত্রে জানা যায়৷ এই ঘটনা সংঘটিত সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আসাম রাইফেলসের জোয়ান৷ ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাধাকিশোরপুর থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ পরবর্তীতে আসাম রাইফেলসের জোয়ান সঞ্জয় কুমারের নিথর দেহ টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
বুধবার গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় মৃত জওয়ান সঞ্জয় কুমারের৷ প্রশ্ণ উঠছে কেন এই জোয়ান আত্মঘাতী করলো৷ এখন দেখার হাসপাতালে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসে৷ জোয়ানের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর পুলিশ লাইন এলাকায়৷ সঞ্জয় কুমারের মৃত্যুতে আসাম রাইফেলসের ২১নং ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ ব্যাটেলিয়নের পক্ষে সঞ্জয় কুমারের নিথর দেহ হিমাচল প্রদেশের নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হবে৷


এদিকে, আজকের দিনে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটলো উদয়পুরে৷ পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করলো শ্যামল দেবনাথ৷ এই ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন দক্ষিন মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড ত্রিপুরেশ্বরী কলোনী এলাকায়৷ ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা মাতাবাড়ি এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে৷সংবাদ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তি বাড়ির পাশের একটি সেগুন গাছে গলায় গামছা লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন৷


বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন৷ ঘটনার খবর পেয়ে প্রতিবেশী জনগণ সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে আসেন৷প্রধানের মাধ্যমে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ মৃত ব্যক্তি পেশায় দিনমজুর ছিলেন৷ পরিবারে স্ত্রী ছাড়া ১৩বছরের এক ছেলে এবং ৪ বছরের এক মেয়ে রয়েছে৷ মঙ্গলবার রাতেও পরিবারে অশান্তি হয়েছিলো বলে পুলিশ জানতে পারে৷
গতকাল রাতে মৃত শ্যামল দেবনাথ এর শ্বশুর ও শাশুড়ি মিলে তার বাড়িতে এসে তাকে বেধররক মেরেছে বলে অভিযোগ৷ এর আগেও এমন ঘটনা আরও ঘটিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন৷ অশান্তি ও পারিবারিক কলহ থেকেই শ্যামল দেবনাথ এই ঘটনা ঘটিয়েছে বলে সকলের অভিমত৷ গতকাল রাতেও শ্যামল দেবনাথ তার স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছিলো৷ এরপর রাতের কোন এক সময়ে সে আত্মহত্যা করে৷এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *