BRAKING NEWS

সুস্থতা বাড়ছে ব্রাজিলে, ১,০১৮ বেড়ে মোট মৃত্যু ৪.২৩-লক্ষাধিক

রিও ডি জেনেইরো, ১১ মে (হি.স.): ব্রাজিলে আরও নিম্নমুখী দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও কমছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু ১,০১৮ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯,২৪০ জন। ফলে এযাবৎ ব্রাজিলে ৪ লক্ষ ২৩ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ১,০১৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ৪৩৬-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা কমছে, একইসঙ্গে সুস্থতার হার বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ২৯,২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৫,২১৪,০৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৭৫৯,১২৫ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,৩১,৪৬৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *