BRAKING NEWS

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৩৩, মৃত আরও চারজন, দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণটা সর্বোচ্চ মৃত্যু হয়েছে৷ একদিনে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ অবশ্য, নমুনা পরীক্ষার সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কম হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ তবে ১৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷


তবে চিন্তা রীতিমত বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৭১ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২,৫৯৯ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,১৩০ এবং র্যাপিড ্যন্টিজেনের মাধ্যমে ২,৩৩০ জনকে নিয়ে মোট ৩,৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ২৭ জন এবং র্যাপিড অ্যান্টিজেনে ১০৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৩৩ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ১৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২,৫৯৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭,৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৪,৬২৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯২ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৮ শতাংশ৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৪০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭১ জন, দক্ষিণ জেলায় ৭ জন, গোমতি জেলায় ৯ জন, ধলাই জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন, উনকোটি জেলায় ৩ জন এবং খোয়াই জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *