BRAKING NEWS

বন্ধ লোকাল ট্রেন, ৫০ শতাংশ মেট্রোয় চরম নাকাল যাত্রীরা

কলকাতা, ৭ মে (হি.স.): করোনায় জর্জরিত পশ্চিমবঙ্গে সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে লাগু হয়েছে নানা বিধিনিষেধ। রাজ্যে বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে সমস্ত লোকাল ট্রেন, আবার ৫০ শতাংশ চলছে মেট্রো ও বাস। ফলে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম নাকাল হতে হল যাত্রীদের। শিকেয় উঠেছে কোভিড-বিধি। অধিকাংশ বাসেই দেখা যাচ্ছে যাত্রীদের প্রচুর ভিড়। কেউ সামাজিক দূরত্ববিধি মেনে চলছেন না।
অন্যদিকে, অফিসের ব্যস্ত সময়ে পর্যাপ্ত বাস ও মেট্রো না মেলায় চরম ক্ষিপ্ত আমজনতা। করোনার বাড়বাড়ন্ত রুখতে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন, অর্ধেক চলবে মেট্রো ও বাস। বৃহস্পতিবার দিনভর ভোগান্তির শিকার হয়েছে যাত্রীদের। একই ছবি দেখা গেল শুক্রবারও।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *