BRAKING NEWS

এই নিয়ে তৃতীয়বার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৫ মে (হি.স.): এই নিয়ে তৃতীয়বার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোনও জাঁকজমক নয়, কোভিডের জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকাও ছিল ছোট। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে, এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেন মমতা। সাড়ে দশটার একটু আগে রাজভবনে পৌঁছে যান মমতা। কিছুক্ষন পরই শপথগ্রহণের মূল মঞ্চে মমতাকে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন  রাজ্যপাল জগদীপ ধনকর।
২১-এর বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের (দু’টি আসনে ভোটগ্রহণ হয়নি) মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হননি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, আগামী ৬ মাসের মধ্যে কোনও একটি আসনে জয়লাভ করতে হবে তাঁকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়লাভ করেছে ৭৭টি আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *