BRAKING NEWS

কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর

মুম্বই, ৪ মে (হি.স.): টুইটারের কোপে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে অর্থাৎ চিরতরে বন্ধ করে দিল টুইটার কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎই কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তারপর স্থায়ীভাবে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তা পরিষ্কার জানা না গেলেও, মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা তাঁর শেষ টুইটই এর জন্য দায়ী। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। টুইটারের মুখপাত্র জানিয়েছেন, “টুইটারের বিধি বিশেষত আমাদের ঘৃণ্য আচরণ নীতি এবং আপত্তিজনক আচরণ নীতি লঙ্ঘনের জন্য অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।”


টুইটারের এই পদক্ষেপের পর কঙ্গনা জানিয়েছেন, “নিজের কণ্ঠস্বর উজ্জীবিত করার জন্য আমার কাছে অনেক প্লাটফর্ম আছে। কিন্তু আমার হৃদয় দেশবাসীর জন্য ব্যাকুল, যাঁরা অত্যাচারিত। দুর্ভোগের কোনও শেষ নেই।” নির্বাচনে বিজেপি-র হারের পর একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তাঁর দাবি, যে সব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম হিংসামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যালীলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি অভিনেত্রী। সম্ভবত সেই কারণেই টুইটারের কোপে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *