BRAKING NEWS

বিহারের ১৭ লক্ষ শ্রমিককে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা হবে : জিবেশ মিশ্র

পটনা, ২৯ এপ্রিল (হি.স) : আগামী ১মে আন্তর্জাতিক শ্রম দিবসে বিহারের শ্রম দফতরের অধীন শ্রমিকদের প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে বলে জানালেনবিহারের শ্রমমন্ত্রীর জিবেশ মিশ্র।  বৃহস্পতিবার তিনি বলেন, শ্রমদফতরে নিবন্ধিত ১৬ লক্ষ ৮০ হাজার ১২৫ জন শ্রমিককের জন্য রাজ্য স্বাস্থ্য সমিতি ১১০ কোটি ৯০ টাকা লক্ষ প্রিমিয়াম হিসেবে পাঠানো হয়েছে। এই স্বাস্থ্যবীমার নিয়ম অনুযায়ী উপভোক্তাকারি এবং তার পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার লাভ পাবেন। পাশাপাশি রাজ্যের শ্রমদফতরের কর্মীরাও এই প্রকল্পে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমনের দ্বিতীয় ঢেউ ক্রমাগত বেড়েই চলেছে।  এই পরিস্থিতিতে আমরা প্রত্যেককে টিকাকরণের পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের সর্তকতা এই সংক্রমণ থেকে বাঁচাতে পারে।
এদিন শ্রমদফতরের উপসচিব সূর্যকান্ত মণির মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিনি।  তিনি বলেন, প্রয়াত মণি আমাদের বিভাগের একজন কর্মঠ এবং যোগ্য আধিকারিক ছিলেন।  তাঁর মৃত্যুতে বিভাগের বড় ক্ষতি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *