BRAKING NEWS

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৯ জন, সক্রিয় ৩০৭

আগরতলা, ১৪ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ তবে, গত ২৪ ঘন্টায় কিছুটা সংক্রমণ কমে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনা-র তান্ডব-কে মনে করে দিয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩০৭৷ কারণ, ৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ স্বাভাবিকভাবেই বেড়েছে করোনা আক্রান্তের হার৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৫৯৭ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ১৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ১১ জন এবং রেপিড এন্টিজেন-এ ২৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে মোট ৩৯ জন গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩০৭ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩১১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.১৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ৷ নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু না হওয়ায় মৃতের হার একই রয়েছে ১.১৬ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *