BRAKING NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবীতে বিজেপির ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের দাবিতে বিজেপি সিপাহী জলা জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে জেলা শাসকের কাছে৷বিজেপি সিপাহী জলাজেলা কমিটির উদ্যোগে সন্ত্রাস বন্ধ করা এবং আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন দিল সিপাহীজলা জেলা শাসকের নিকট৷
এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর সিপাহী জলা জেলার বিভিন্ন জায়গায় দুষৃকতীরা বাড়িঘর ভাঙচুর করে কিছু দুষৃকতী৷

বুধবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জ জেলাশাসক বিশ্বেশ্বরী বি এর নিকট সিপাহীজলা জেলা বিজেপির নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন৷ তারা অভিযোগ করেন সিপাহীজলা জেলার সুতার মুড়া বংশীবাড়ি, রামনগর ,পাগলি বাড়ি, ধাড়িয়াথল ,রংমালা, বিশ্রামগঞ্জ, পদ্মনগর ,গোলা ঘাটি ,মাড়াকপাড়া ,জাম্পুইজলা প্রত্যন্ত জনজাতি এলাকায় ভাঙচুর অগ্ণিসংযোগ সহ বিভিন্নভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে৷ বুধবার সিপাহী জলা জেলাশাসক এর কাছে বিজেপি সিপাহী জলা জেলা উত্তরের প্রতিনিধি দল আবেদন রাখেন নির্বাচনোত্তর সন্ত্রাস যাতে করা হয়৷


ডেপুটেশন শেষে বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি অঞ্জন পুরকায়স্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এডিসি নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপি কর্মীদেরকে মারধর অগ্ণিসংযোগ ইত্যাদি বিষয় নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *