BRAKING NEWS

এবার ভারতের ছাড়পত্র পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) :  কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর করোনা মোকাবিলায় রাশিয়ায় তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে ছাড়পত্র দিল দেশের কোভিড সম্বন্ধীয় বিশেষজ্ঞ কমিটি। ফলে এই নিয়ে ভারতে ছাড়পত্র পেল করোনার তৃতীয় ভ্যাকসিন । এ বার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) অনুমতি দিলেই ভারতের তৃতীয় টিকা হিসেবে ব্যবহার করা হবে স্পুটনিক ভি-কে। এর ফলে এদেশে টিকার চাহিদা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সিডিএসসিও (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন)-এর বিশেষজ্ঞ কমিটি।। এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর তরফে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রয়োজন। তবে ছাড়পত্র দিলেও ভারতে কবে থেকে এর ব্যবহার শুরু হবে এবং কবে এ দেশের বাজারে স্পুটনিক ফাইভ পাওয়া যাবে, তা জানানো হয়নি। ইতিমধ্যেই ভারত টিকা তৈরিতে বিশ্বের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে। বিশ্বের মোট উৎপাদিত টিকার একটা বড় অংশ ভারতে তৈরি হচ্ছে। সেই পরিকাঠামোকে কাজে লাগিয়েই এবার হয়তো দ্রুত স্পুটনিক ভি ভারতের বাজারে আসবে।

হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল।  ভারতে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে হাত মিলিয়েছিল  ডক্টর রেড্ডিস। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হচ্ছে।  রাশিয়ার এই টিকা ৫৯টি দেশে ব্যবহার হচ্ছে । স্পুটনিক ফাইভের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। এরইমধ্যে স্পুটনিক ফাইভ টিকার অনুমোদনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য মিলবে। স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সিডিএসসিও (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন)-এর বিশেষজ্ঞ কমিটি।। এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর তরফে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রয়োজন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারত সফরে এসে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ জানিয়েছিলেন যে, কোভিড ১৯ প্রতিরোধক স্পুটনিক ফাইভ টিকার ৭০ কোটি ডোজ উৎপাদনের জন্য বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এখন সেই ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *