নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ গত ৫ তারিখ এক ভদ্রলোক পোস্ট অফিস চৌমুহনী এলাকা থেকে ৫ লক্ষ টাকা উনার বাইকের টুলবক্স – এ রাখেন৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকা না পেয়ে পশ্চিম থানায় একটি এফ আই আর করেন৷
সেই সুবাদেই আগরতলা পশ্চিম থানার পুলিশ এক কুখ্যাত চোরকে আটক করে শনিবার৷ তার কাছে ৪ লক্ষ টাকা পাওয়া গেছে৷ বাকি টাকা কোথায় রয়েছে তা তদন্ত করে জানা যাবে বলে জানান ওসি জয়ন্ত কর্মকার৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের আইন শৃঙ্খলা দিনে দিনে অবনতি হচ্ছে৷

