BRAKING NEWS

ত্রিপুরা : এডিসি নির্বাচনে তিপ্রা মথা ঝড়, ভাল ফলাফল বিজেপি-রও

আগরতলা, ১০ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় পাহাড়-এ এক নতুন অধ্যায়ের সূচনা হল আজ। সদ্য আত্মপ্রকাশ হওয়া প্রদ্যুত কিশোর দেববর্মনের দল তিপ্রা মথা তথা তিপ্রাল্যান্ড স্টেট পার্টি (টিএসপি) জোট বামফ্রন্ট, কংগ্রেস এমনকি শাসক জোট শরিক আইপিএফটি-কে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ২৮ আসনের এডিসি নির্বাচনে তিপ্রা মথা একাই ১৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কাউন্সিল গঠন করবে। স্বাভাবিকভাবে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য হবেন(সিইএম)। শাসক দল বিজেপি-ও যথেষ্ঠ ভাল ফলাফল করেছে। বিজেপি ৯টি আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছে। দীর্ঘ ১৫ বছর বাদে এডিসি বামেদের হাতছাড়া হয়েছে। তারা আজ খাতা খুলতেও পারেনি। এক্ষেত্রে প্রদ্যুত আগামী বিধানসভা নির্বাচনে নির্ণায়কের ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

অনেকটাই অপ্রত্যাশিতভাবে তিপ্রা মথা আজ এডিসি নির্বাচনে ফলাফল করেছে। নির্বাচনের আগে শাসক জোট শরিক আইপিএফটি-র সাথে গাটছাড়া বেধেছিল তিপ্রা মথা। কিন্ত, স্বল্পদিনের মধ্যেই মধুচন্দ্রিমা শেষ হয়ে যায়। অন্যদিকে জোট ধর্ম বজায় রেখে আইপিএফটি বিজেপি-র সাথে মিলে নির্বাচনে অবতীর্ণ হয়। কিন্ত, বিজেপি অধিকাংশ আসনে আইপিএফটি-কে প্রতিদ্বন্দ্বিতা-র সুযোগ করে দেয়। ফলে, ১৪টি আসনে আইপিএফটি প্রার্থী এবং ১১টি আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা দেয়। তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল। আজকের ফলাফলে দেখা যাচ্ছে, আইপিএফটি-র সাথে জোট না বেধে বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করলে ফলাফল আরও ভাল হতো। কারণ, এককভাবে লড়াই-এ নেমে ১১টি আসনে বিজেপি ৯টি আসনে জয়ী হয়েছে। আইপিএফটি এডিসি নির্বাচনে তিপ্রা মথা ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অবশ্য তিপ্রা মথা এবং বিজেপি-র কাছে এডিসি নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস ধরাশায়ী হয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *