BRAKING NEWS

বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটদানে বিলম্ব

হাওড়া, ১০ এপ্রিল (হি.স.): তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলুড়ের লালবাবা কলেজ। দুই পক্ষের মধ্যে চলে হাতাহাতি। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। বালি বিধানসভা কেন্দ্রের ৬৪ নম্বর বুথ রয়েছে লালবাবা কলেজে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সেখানে ধুন্ধুমার বাধে বলে জানা গিয়েছে। কিছুক্ষণের জন্য বিলম্ব হয় ভোটদানে।
বিজেপি-র অভিযোগ, তাঁদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তবে তৃণমূলের দাবি, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে মক পোলিং চলছিল। সেই সময় ইভিএম-এ সমস্যা ধরা পড়ে। তা নিয়ে প্রশ্ন তুলতেই ঝামেলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে, তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দু’পক্ষকেই বুথ থেকে বার করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ বিলম্বের পর শুরু হয় ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *