BRAKING NEWS

ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি জোট সরকার : ড. হিমন্তবিশ্ব

আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : করোনা-র প্রকোপ এবং অসমে বিধানসভা নির্বাচনের ব্যস্ততায় অনেক সময় পার হয়ে গেছে, ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে পারিনি৷ তাই আজ মায়ের দর্শন করে আশীর্বাদ নিলাম৷ ত্রিপুরা সফরে এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপটে এ-কথা বলেন অসমের বহু দফতরের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ( নেডা)-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর দাবি, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যথেষ্ট ভালো কাজ হচ্ছে৷ ভিজন ডকুমেন্টে নেই এমন অনেক কাজ হয়েছে ত্রিপুরায়৷ ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতিও পূরণ করবে বিজেপি জোট সরকার৷


আজ শুক্রবার আগরতলায় এমবিবি বিমানবন্দর থেকে নেডা-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা হেলিকপ্ঢারে সোজা উদয়পুর চলে যান৷ তাঁর সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ গোমতি জেলা বিজেপি-র শীর্ষ পদাধিকারীরা৷ ড় হিমন্তবিশ্ব শর্মা সম্পূর্ণ রীতিনীতি মেনে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেন৷ পূজা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি বলেন, প্রত্যেক বছর মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করি এবং আশীর্বাদ নেই৷ কিন্তু করোনা-র প্রকোপ এবং অসমে বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে তা সম্ভব হয়ে ওঠেনি৷ আজ মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করে তাঁর আশীর্বাদ নিয়েছি৷


ড় শর্মা দাবি করেন, ত্রিপুরার মানুষ সরকারের কাজকর্মে ভীষণ খুশি, তা তিনি জানতে পেরেছেন৷ বলেন, ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ এমন-কি ভিজন ডকুমেন্টে নেই এমনও কাজ করছে ত্রিপুরা, এতে মানুষ উপকৃত হচ্ছেন৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার ভীষণ ভালো কাজ করছে৷ ফলে, আমাদের উন্নয়নের দিকেও নজর দেওয়া উচিত৷
১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে ড় হিমন্তবিশ্ব শর্মা বলেন, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হোক চাইছি৷ তবে, কিছু আইনি জটিলতা রয়েছে৷ তাই, প্রার্থনা করি তাঁদের জন্য ব্যবস্থা হোক৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার তাঁদের জন্য চেষ্টা করছে৷


ত্রিপুরায় এডিসি এবং অসম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত৷ আজ শুক্রবার রাজ্য সফরে এসে জোরের সঙ্গে এই দাবি করেন অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা৷
হিমন্তবিশ্ব বলেন, ত্রিপুরায় এডিসি নির্বাচনে সমস্ত আসনে বিজেপি জয়ী হবে এবং আইপিএফটি-কে সাথে নিয়ে কাউন্সিল গঠন করবে৷ তেমনি অসম এবং পশ্চিমবঙ্গেও বিজেপি জয়ী হবে৷ তাঁর মতে, অসমে গত বিধানসভা নির্বাচনের মতোই ফলাফল হবে৷ বিজেপি জোট অসমে ৮৪টি আসনের কাছাকাছি জয়ী হবে৷ এক্ষেত্রে, ২-৩টি কম বা বেশি হতেও পারে, মনে করেন তিনি৷ পশ্চিমবঙ্গেও বিজেপি ২০০ আসনে নিশ্চিত জয় করবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়ে অন্যতম কাণ্ডারী ছিলেন সাম্প্রতিককালে রাজনৈতিক চাণক্য বলে খ্যাত ড় হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর রাজনৈতিক বিচক্ষণতা দীর্ঘ ২৫ বছরের বাম শাসনকে উৎখাত করতে দারুণভাবে কার্যকরী ছিল৷ প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনু রণনীতি নির্ণয়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন৷ ফলে, ত্রিপুরায় সরকার পরিবর্তন সম্ভব হয়েছে, মনে করেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *