BRAKING NEWS

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন রিঙ্কু, পরিবর্তে নাইট শিবিরে গুরকিরত সিং

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.) : হাঁটুর চোটে আসন্ন আইপিএলের গোটা মরশুম থেকে ছিটকে গেলেন নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং। তাঁর পরিবর্তে পঞ্জাব এবং ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী গুরকিরত সিং মানকে দলে নিল নাইট শিবির। এক অফিসিয়াল বিবৃতিতে শনিবার এই খবর জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই নাইট শিবিরে যোগ দিচ্ছেন গুরকিরত।


বিবৃতিতে আইপিএলে তরফ থেকে জানানো হয়েছে, ‘ব্যাটসম্যান রিঙ্কু সিং’য়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স গুরকিরত সিং মান’কে দলে অন্তর্ভুক্ত করেছে। হাঁটুর চোটের কারণে গোটা মরশুম রিঙ্কুকে পাওয়া যাবে না। ২০১৭ আইপিএলে অভিষেক হয়েছিল রিঙ্কুর। এরপর এখনও অবধি ১১টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিবর্ত গুরকিরত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২০ আইপিএলে খেলেছেন তবে ২০২১ মরশুমের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’


উল্লেখ্য, আরসিবি ছেড়ে দেওয়ায় ২০২১ আইপিএলের মিনি নিলামে পঞ্জাব ব্যাটসম্যান গুরকিতকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। বছরের তেইশের রিঙ্কুও নাইটদের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেননি এখনও। তারকাদের ভিড়ে নাইটদের একাদশে সেই অর্থে সুযোগই পাননি উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান। ২০২০ মরুশহরে আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন রিঙ্কু। চেন্নাই সুপার কিংসের বিরিদ্ধে ওই ম্যাচে ১১ রান এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। তবুও তাঁকে দলে রেখে দেয় পার্পল ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *