এডিসি ভোট : ২৮ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ মার্চ (হি.স.)৷৷ ঢাল-তলোয়ার ছাড়াই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনে একা লড়াইয়ে নামছে কংগ্রেস৷ আজ ২৮টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে শতবর্ষ প্রাচীন এই দল৷ লোকসভা নির্বাচনের মতোই এডিসি নির্বাচনে কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিয়েছে৷
আজ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, নির্বাচনে কংগ্রেস জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণ৷ দীর্ঘদিন পর রাজনীতির ময়দানে ফিরে শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএম-কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সঠিক সময়ে কিছু প্রশ্ণের জবাব জানতে চাইব৷ তখন বিজেপি কিংবা সিপিএম কারোরই নির্বাচনে লড়াই করা সম্ভব হবে না৷


এদিন পীযূষবাবু বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকায় আইপিএফটি-র ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অম্পিনগর থেকে সঞ্জীব কলই এবং মহারানি ও কিল্লা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই চাকরিচ্যুত শিক্ষক৷ এছাড়া, মহিলা প্রার্থী রয়েছেন একজন৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনে ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ বামফ্রন্ট সবার প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ ইতিমধ্যে শাসক জোট শরিক পৃথকভাবে ১৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ আজ কংগ্রেসও প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ শুধু তা-ই নয়, রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণের নেতৃত্বে তিপ্রাহাও আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে৷ শুধু বাকি রয়ে গেছে বিজেপি৷ দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তীর কথায়, ১২ ফেব্রুয়ারির মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷ কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলেই প্রার্থী তালিকা প্রকাশিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *