আরএসএস কর্মী হত্যার প্রতিবাদে যন্তর মন্তরে বিজেপি বিক্ষোভ করেছে

নয়াদিল্লি, ১ মার্চ (হি. স.) :  আরএসএস কর্মী নন্দু কৃষ্ণকে হত্যার প্রতিবাদে সোমবার দিল্লীর যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।
কেরলে হিংসার ঘটনায় যেভাবে নন্দুকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে দিল্লির সাংসদ মীনাক্ষী লেখী,  প্রেসিডেন্ট সুনীল যাদব নেতাকর্মীরদের নিয়ে দিল্লীর যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন । নন্দু কৃষ্ণ হত্যার ঘটনায় জানা গেছে, তিনি একজন আরএসএস কর্মী ছিলেন ।  কেরালার কিছু মৌলবাদী তাঁকে পছন্দ করতোনা । এই হত্যার ঘটনায় যোগী আদিত্যনাথের কেরালার সমাবেশের সাথে সম্পর্কিত।  
নয়াদিল্লির সাংসদ মীনাক্ষী লেখি এদিন বলেন, আমরা আমাদের কর্মী নন্দু কৃষ্ণর হত্যার ঘটনায় যন্তর মন্তরে বিক্ষোভ করেছি। তিনি আরও বলেন,  আসল আসামিরা এখনও ধরা পড়েনি। পিএফআই এবং পিকো মোহাম্মদ আলী জিন্নাহ এবং আবু বকর ইসমাইল এই হত্যার সাথে জড়িত।  এই মামলাটি জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এ স্থানান্তর করা উচিত।