BRAKING NEWS

পানীয় জলের দাবীতে ধর্মনগর- পানিসাগর সড়ক অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ পরিস্রুত পানীয় জলের দাবিতে শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পানিসাগর পথ অবরোধ করলেন এলাকার প্রমিলা বাহিনী৷ দীর্ঘদিন ধরে পানিসাগর এলাকায় পানীয় জলের সংকট চলছে বলে অভিযোগ৷ পানিসাগর এ পানীয় জলের উৎস বিকল হয়ে পড়ায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ পরিস্রুত পানীয় জলের অভাবে এলাকার মানুষজন সংকটের মুখোমুখি৷


এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং ডিডাব্লিউ এস দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও ইতিবাচক কোনো সাড়া পাননি স্থানীয় জনগণ৷শেষ পর্যন্ত বাধ্য হয়েই শনিবার পানিসাগর এর ধর্মনগর পানিসাগর পথ অবরোধ করেন এলাকার প্রমিলারা৷ পথ অবরোধের ফলে প্রশাসনের কর্মকর্তাদের টনক নড়ে৷ অবরোধের খবর পেয়ে ডিডাব্লিউ এস দপ্তরের আধিকারিকরা অবরোধ ছুটে আসেন৷

অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় বসেন৷এক সপ্তাহের মধ্যেই এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন৷ প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আপাতত তারা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷তবে প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷


আন্দোলনকারীরা জানান স্থানীয় একটি পানীয় জলের উৎস বেশকিছদিন ধরেই নষ্ট হয়ে পড়ে রয়েছে৷ সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না৷ সে কারণেই তারা অবরোধের পথ বেছে নেন৷ দপ্তর সূত্রে জানা গেছে পরিস্রুত পানীয় জলের উৎসটি সংস্কার না হওয়া পর্যন্ত ট্যাংকারে করে ওই এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *