BRAKING NEWS

সরস্বতী পূজায় সেলফি তুলতে গিয়ে অগ্নিদগ্ধ ছাত্রীর খোঁজ নিলেন সাংসদ প্রতিমা

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : গতকাল সরস্বতী পূজায় সেলফি তুলতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের আশি শতাংশের অধিক পুড়ে গেছে এক ছাত্রীর। আগরতলার জিবি হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা দে। আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সাথে চিকিৎসায় সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার সমগ্র ত্রিপুরায় মহা ধুমধামে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা বাগদেবীর পূজাকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় ওই আনন্দ বিপদ ডেকে এনেছে। বনকর এলাকার বাসিন্দা ঝুমা দে তার বান্ধবীদের সাথে মিলে সেলফি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সেলফি তোলার সময় তার শাড়িতে আগুন লেগে গেলে সহপাঠীরা অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারেনি। মুহূর্তের মধ্যে বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্য ছাত্রছাত্রীরা ভয়ে ছুটাছুটি শুরু করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ঝুমা-র শরীরে আশি শতাংশ পুড়ে গেছে। বিদ্যাপীঠ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দেব এ-বিষয়ে বলেন, পূজার প্রসাদ বিতরণ করার পর বন্ধুদের সাথে সেলফি তুলছিল ঝুমা। তখনই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন ঝুমা-র জ্ঞান ফিরেছে। তবে, এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ জিবি হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বলেন, ওই ছাত্রীর শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া কোনও উপায় নজরে আসছে না। তিনি জানান, চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া রোগী কল্যাণ সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসায় যাবতীয় সমস্ত খরচ সরকারি কোষাগার থেকে ব্যয় করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, সরস্বতী পূজায় সাধারণত সব মেয়েই শাড়ি পরে আনন্দ করেন। সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *