BRAKING NEWS

ভারতে টিকাকরণ ৮২.৬৩-লক্ষের উর্দ্ধে, সুস্থতা ৯৭.৩১ শতাংশ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক মৃত্যু আবারও ১০০-র নীচে চলে এল, তবে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যাও ১২ হাজার ছাড়াল। শনিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৪ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৯২ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১১ হাজারেরও বেশি করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৬,১১,৭৩১ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২,১৯৪ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৯ লক্ষ ০৪ হাজার ৯৪০-এ পৌঁছে গিয়েছে।


ভারতে বিগত ২৪ ঘন্টায় (শনিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১১,১০৬ জন। ৯২ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৫,৬৪২ জন। ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৬,১১,৭৩১ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৭ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৯৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৮২ লক্ষ ৬৩ হাজার ৮৫৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২ লক্ষ ৯৬ হাজার ২১১ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *