BRAKING NEWS

আমরা চাই ভারত বিশ্বগুরু হবে, সেই লক্ষ্যেই বাজেট : ত্রিপুরা বিজেপির মুখপাত্র

আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আমরা চাই ভারত বিশ্বগুরু হবে| সেই লক্ষ্যেই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন| সোমবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ মুখ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সাথে এ-কথা বলেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য| তাঁর কথায়, নতুন যুগের সূচনায় এবং নতুন দিশার চিন্তায় এই বাজেট পেশ করা হয়েছে| কারণ, স্বাধীনতার পর এ-বছরই প্রথম জিডিপি-র ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে| এতকাল শুধুমাত্র ২ শতাংশের অধিক দেশবাসীর ভাগ্যে তা জুটেনি|

তিনি বলেন, বাজেটে ঘাটতি রয়েছে| কারণ, করোনা-র প্রকোপ থেকে দেশ এখনও বেরিয়ে আসতে পারেনি| তবুও কর বৃদ্ধি করা হয়নি| কারণ, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তাঁর দৃঢ় বিশ্বাস, ৯.৬ শতাংশ বাজেট ঘাটতি নিয়েও এই বাজেট নতুন দিকের সূচনা করবে|

তাঁর দাবি, বাজেট প্রাপ্তির সম্পর্ণ তথ্য এখনও জানা যায়নি| তবে খুবই কম সময়ের মধ্যে তাও জানা সম্ভব হবে| তবে, জাতীয় সড়ক এবং চা শিল্পে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হচ্ছে, তা অনুমান করা যাচ্ছে সহজেই, বলেন তিনি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *