BRAKING NEWS

এটি দেশ বিক্রির বাজেট : তেজস্বী যাদব

পাটনা, ১ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার দেশের সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন  । এদিন বাজেট পেশ হতেই এর সমালোচনায় সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব । তিনি বলেন, “এটি দেশ বিক্রির বাজেট ছিল। এটি সরকারি প্রতিষ্ঠান ও সম্পত্তি বিক্রির সেল ছিল। রেল, স্টেশন, বিমানবন্দর, লালকেল্লা, বিএসএনএল, এলআইসি বিক্রির পর এটা আর বাজেট নয়, বরং ব্যাঙ্ক, বন্দর, বৈদ্যুতিক লাইন, রাষ্ট্রীয় সড়ক, তেল, পাইপলাইন থেকে শুরু করে ওয়্যারহাউস বিক্রি করতে বিজেপির বদ্ধপরিকর মনোভাবেরই প্রকাশ। ”

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সোমবার দেশের সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।এদিন ‘কাগজহীন বাজেট পেশ করে নির্মলা বলেন, “আমরা  আত্মনির্ভরতার লক্ষ্যে বাজেট তৈরি করেছি। ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে এই বাজেটে। ৫৪ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে। এর ফলে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। সরকার যে আত্মনির্ভর প্রকল্প নিয়েছে তা জিডিপির ১৩ শতাংশ। কৃষকদের আয় দ্বিগুণ করতে আমরা দায়বদ্ধ। করোনা ভ্যাকসিন তৈরিতে অর্থ বরাদ্দ করা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার জন্য উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে হবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরকে মজবুত করতে পাঁচ বছরে ১.৯৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।” তিনি আরও বলেন, “গরিব মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করছে সরকার। এর আগে তিনটি আত্মনির্ভর প্যাকেজ প্রায় তিনটি মিনি বাজেটের সমান ছিল।” এছাড়া, ‘পিএম আত্মনির্ভর স্বস্থ ভারত যোজনা’ প্রকল্প শুরুর কথা ঘোষণা করলেন নির্মলা। আগামী ছয় বছরে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *