BRAKING NEWS

বাজেটে ডোনার মন্ত্রকের বরাদ্দ বৃদ্ধি ৭৮৮ কোটি টাকা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ২০২০-২১ অর্থবর্ষে বরাদ্দ ৫১,২৭০ কোটি থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ করেছে ৬৮,০২০ কোটি টাকা| উত্তর-পূর্বাঞ্চল সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে| সাথে ডোনার মন্ত্রকের জন্য ২০২০-২১ অর্থবর্ষে বরাদ্দ ১,৮৯৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ করেছে ২,৬৮৪ কোটি টাকা| তাতে গত অর্থবর্ষের তুলনায় ৭৮৮ কোটি টাকা এবং ২৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হয়েছে| 

এদিকে, কেন্দ্রীয় প্রকল্প ও স্কিমের অধীনে পূর্বোত্তর পরিষদ এবং বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী সামান্য বৃদ্ধি করে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে| এই বাজেটে অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে| তাতে পরিকাঠামো গঠন এবং উন্নতিকরণ সম্ভব হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *