নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): মৃত্যু-বার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পুন্য তিথিতে মহান বাপুকে শ্রদ্ধার্ঘ্য। বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শহিদ দিবসে আমরা সেই সমস্ত মহান নারী এবং পুরুষদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করছি, যাঁরা ভারতের স্বাধীনতা এবং প্রতিটি ভারতীয়ের মঙ্গল কামনায় নিজেদের নিবেদিত করেছিলেন।”
প্রধানমন্ত্রী ছাড়াও পুণ্য তিথিতে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল রাজনাথ সিং প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, ”পুন্য তিথিতে মহাত্মা গান্ধীকে কোটি কোটি প্রণাম। বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” রেলমন্ত্রী বাপুকে শ্রদ্ধা নিবেদন করে টুইটারে লিখেছেন, ”অহিংসা থেকে স্বাধীনতার জন্য লড়াই করা বাপুকে তাঁর প্রয়াণ দিবসে নিবেদিত শ্রদ্ধা।”