নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ বিশালগড়ে আক্রান্ত হয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ আর এই আক্রমণের সাথে জড়িত বলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গেলো প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান৷ যিনি বিগত বিধানসভা নির্বাচনে বিশালগড়ে দলের বিজিত প্রার্থী৷ পেশায় আইনজীবী জয়দুল হোসেন৷
প্রদেশ কংগ্রেস সভাপতি আক্রান্ত হয়ে তিনি গ্রেপ্তার হলেও এনিয়ে দলের সভাপতি বা দলের তরফ থেকে কোন বক্তব্য এখনো না জানানো হলেও বীরজিৎ সিনহা দাবি করলেন জয়দুল হোসেন নিরপরাধী৷ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে৷ পুলিশ দলদাস হয়ে গেছে৷ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুললেও আকারে ইঙ্গিতে নিজ দলের সভাপতিকে কটাক্ষ করেছে৷ আর পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার দলবল অনুগামী নিয়ে পুলিশ সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বীরজিৎ সিনহা৷ এদিন রাজধানীতে ১০৩২৩ এর আন্দোলন উচ্ছেদ নিয়ে ভোর থেকে পুলিশ প্রসাশন পুরোপুরিভাবে ব্যস্ত ছিল৷ সাধারণ মানুষের নজরও ছিল ১০৩২৩ এর দিকে৷
মাঝে কংগ্রেসের আজব রাজনীতির আজব আন্দোলন সংগঠিত হয়ে গেলেও নজর ছিলোনা ঐদিকে৷ তবে এদিন রাজধানীর পুলিশকে দারুণ ভাবে বেগ পেতে হয়৷ একদিকে ১০৩২৩ কে ছত্রভঙ্গ করতে করতে গিয়ে পুলিশের কালঘাম ঝড়ে যায়৷ তার উপর বীরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেসের পুলিশ সদর দপ্তর ঘেরাও আন্দোলন৷