কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.): মাত্র ২০ দিনের মাথায় ফের বুকে ব্যথা অনুভূত হওয়ায় বুধবার দুপুরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। গ্রিন করিডোর করে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছনো মাত্রই তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই সামান্য অস্বস্তি বোধ হচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সকাল হতেই ফের বুকে ব্যথা অনুভূত হওয়ায় তড়িঘড়ি মুকুন্দপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সৌরভের একটি স্টেন্ট বসে ছিল বেশ কিছুদিন আগে। আরও দুটি স্টেন্ট বসাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। পরবর্তীকালে বসানো হবে বলে জানানো হয়েছিল। এদিন তার পরবর্তী দু’টি স্টেন বসানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ২ জনুয়ারি সকালে জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ও পিঠে ব্যাথা অনুভব করায় দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা করে দেখা যায় তিনটি ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ রয়েছে তাঁর। এরপরেই একটি স্টেন্ট বসানো হয়। আরও দু’টি স্টেন্ট পরে বসানো হবে বলে জানানো হয়েছিল। সেই চারদিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি বাড়ি গিয়েছিলেন তিনি। এবার ২০ দিনের মাথা ফের অসুস্থ হয়ে পড়লেন বিসিসিআই সভাপতি।