BRAKING NEWS

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সীমান্তে টহলদারি বাড়ানোর পাশাপাশি শহরাঞ্চলে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে৷ সন্দেহ হলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ তাতে, প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ণে সমস্ত আয়োজন করেছে আরক্ষা দফতর৷

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস৷ ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে আসাম রাইফেলস ময়দানে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় বিভিন্ন যানবাহন আটক করে তল্লাশি শুরু করেছে৷ রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷

এ বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল৷ এ-বছর পুলিশ, টিএসআর, সিআরপিএফ, আসাম রাইফেলস সহ অন্যান্য বাহিনীর মোট দশটি প্লাটুন মহড়া প্রদর্শন করবে৷ তাঁর দাবি, যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে৷ আরক্ষা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালানো হলেও কোথা থেকে কোনও অস্ত্রশস্ত্র বা আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়নি৷ যানবাহনে করে যাতে কোনও ধরনের অস্ত্রশস্ত্র গোপনে পাচার করা না যেতে পারে সেজন্যই এ-ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন আধিকারিকটি৷

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ রাজ্যের সব কয়টি থানা, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সহ সর্বত্র সর্তকতা জারি করা হয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের তৎপরতা বাড়ানো হয়েছে৷ যে-কোনও ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে বিএসএফের জওয়ানদের কঠোর অবস্থান গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সার্বিকভাবে অবাধ ও শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে প্রশাসনের কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন৷ রাজ্যের অন্যান্য স্থান থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা-ব্যবস্থা ঢেলে সাজানোর খবর মিলেছে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সতর্ক রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *