মুম্বই, ২৫ জানুয়ারি (হি.স.): তুলে নেওয়া হতে পারে পুরনো সিরিজের ১০০, ১০ ও ৫ টাকার ব্যাঙ্ক নোট! গত কয়েকদিন ধরেই এই খবর ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। কিন্তু, এই খবরকে সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সোমবার আরবিআই জানিয়েছে, বেশ কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে তুলে নেওয়া হতে পুরনো সিরিজের ১০০, ১০ ও ৫ টাকার নোট, এই মিডিয়া রিপোর্ট সম্পর্কে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, এই ধরনের রিপোর্ট পুরোপুরি মিথ্যে ও ভিত্তিহীন।
গত কয়েকদিন ধরেই গুজব ছড়িয়েছিল, বাজারে আর পুরনো ১০০ টাকার নোট ছাড়বে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধাপে ধাপে এই নোট তুলে নেওয়া হবে। পাশাপাশি ১০ টাকা ও ৫ টাকার পুরনো সিরিজের নোটও ধাপে ধাপে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু, সোমবার এই গুজবে জল ঢেলে দিল আরবিআই।