BRAKING NEWS

করোনার কারণে এবছরও বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

টোকিও, ২২ জানুয়ারি (হি. স.) :   করোনার কারণে এবছরও বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে এই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এক গোপন বৈঠকে জাপান সরকারের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যার ফলে এবারের সামার অলিম্পিক পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।

গত বছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। যা ১২৪ বছরের অলিম্পিক ইতিহাসে প্রথমবার।  গত বছর, ৩০ মার্চ টোকিও অলিম্পিকের নয়া দিনক্ষণ ঘোষণা করেছিল আইওসি  । জানানো হয়েছিল, ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। শেষ হবে ৮ আগস্ট। সঙ্গে এও বলা হয় যে অলিম্পিকের ক্রীড়াসূচিতে কোনও কাটছাঁট করা হবে না। কিন্তু করোনা যেভাবে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে চলেছে, তাতে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। সূচি অনুযায়ী, অলিম্পিক শুরু হতে আর বাকি মাস ছ’য়েক। সেই হিসেবে এমাস থেকেই টুর্নামেন্টের চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও জাপান সরকার করোনা ভীতি থেকে পুরোপুরি মুক্ত হতে পারছে না। মেগা টুর্নামেন্টের প্রস্তুতির কাজ এখনও বাকি। আসলে, জাপানের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে সেদেশের ৮০ শতাংশ মানুষই চাইছেন না এবছর অলিম্পিক হোক। সরকারও তাই টুর্নামেন্ট বাতিল করার জন্য চাপে। আবার টুর্নামেন্ট বাতিল করলে মোটা অঙ্কের লোকসান। তাছাড়া আইওসি এখনও চায় অলিম্পিক হোক। সেইমতো প্রস্তুতি নিচ্ছে তারা। অলম্পিক বাতিল করতে হলে অলিম্পিক কমিটিকেও রাজি করাতে হবে জাপান সরকারকেই। এবছরও টোকিও অলিম্পিক বাতিল হলে ফের প্রায় এক দশক অপেক্ষা করতে হতে পারে জাপানকে। সেক্ষেত্রে ২০৩২ সালে ফের টোকিওতে বসতে পারে অলিম্পিক আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *