BRAKING NEWS

ককবরক ভাষা আজ সমৃদ্ধ ও বিকশিত হয়েছে : রাজস্বমন্ত্রী

আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.)৷৷ ককবরক ভাষা দীর্ঘ বছর ধরে সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আজ সমৃদ্ধ হয়েছে৷ ত্রিপুরায় ককবরক ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রত্যয়ের সুরে এ-কথা বলেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


আজ ১৯ জানুয়ারি ককবরক ভাষা দিবস৷ উৎসাহ ও উদ্দীপনা এবং বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ত্রিপুরায় ককবরক ভাষা দিবস উদযাপিত হয়েছে৷ রাজ্যভিত্তিক ৪৩ তম ককবরক ভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজিত হয়েছে আগরতলার উমাকান্ত অ্যাকাডেমি প্রাঙ্গণে৷ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দফতর এবং উপজাতি গবেষণা ও সংসৃকতি কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক ককবরক ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী মেবারকুমার জমাতিয়া৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক ডা. অতুল দেববর্মা, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা ও পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় শৈলেশ কুমার যাদব৷


রাজ্যভিত্তিক ককবরক ভাষা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, আজকের দিনটি রাজ্যবাসীর কাছে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের কাছে আনন্দের দিন৷ আজকের দিনেই ৪৩ বছর আগে ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল৷ তিনি এই দিবসটি উদযাপনের তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, ককবরক ভাষা দীর্ঘ বছর ধরে সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আজ সমৃদ্ধ ও বিকশিত হয়েছে৷ সাহিত্য চর্চায়ও ককবরক ভাষা আজ অনেকটা এগিয়ে গেছে৷ তবে এই ভাষা সেই ৪৩ বছর আগে থেকে আজ কতটা উন্নতি লাভ করতে পেরেছে তার মূল্যায়ন করতে হলে দশকের পর দশক আমরা এই ভাষাকে কতটা সমৃদ্ধ করতে পেরেছি তার মূল্যায়ন আগে করতে হবে৷

অনুষ্ঠানে রাজস্বমন্ত্রী দেববর্মা বলেন, একটা ভাষাকে পরিপূরকভাবে উন্নতি করতে হলে তার প্রতিবেশী ভাষাকে সঙ্গে নিতে হবে৷ সেদিক দিয়ে ককবরক ও বাংলা ভাষা একে অপরের পরিপূরক৷ সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন ভাষার আদান-প্রদানের মধ্য দিয়ে ককবরক ভাষা আরও বিকশিত হবে৷ তিনি আরও বলেন, ককবরক ভাষার পাশাপাশি রাজ্যের অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষার উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ যাতে সকল ভাষার সমভাবে উন্নতি হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *