BRAKING NEWS

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দলে ফিরছেন কোহলি-হার্দিক

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি(হি. স.): টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ের দিনই আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই )। প্রত্যাশা মতই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির নেতৃত্বে খেলবে ভারতীয় দল। চোট সারিয়ে দলে ফিরছেন ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ। কামব্যাক করছেন হার্দিক পাণ্ডিয়াও। পান্ডিয়া।তবে ১৮ জনের স্কোয়াডে নাম নেই ব্রিসবেনে অভিষেক হওয়া টি নটরাজনের।


করোনা পরবর্তী কালে দেশের মাটিতে ইংল্যান্ড-এর বিরুদ্ধে  প্রথম ক্রিকেট সিরিজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই )। প্রত্যাশা মতই পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে জাতীয় দলে ফিরলেন বিরাট কোহলি। একা কোহলিই নয়, চোট সারিয়ে দলে ফিরিছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। টেস্ট স্কোয়াডে জায়গা ফিরে পেয়েছেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।তবে ১৮ জনের স্কোয়াডে নাম নেই ব্রিসবেনে অভিষেক হওয়া টি নটরাজনের। বাদ পড়েছেন নবাগত পেসার। চোটের জন্য প্রথম দু’টি ম্যাচের দলে জায়গা হয়নি মহম্মদ শামি, উমেশ যাদব, হনুমা বিহারী ও রবীন্দ্র জাদেজার। লোকেশ রাহুলকে মূল স্কোয়াডে জায়গা করে দেওয়া হলেও তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। ফিট হলে তবেই তিনি টেস্ট স্কোয়াডে থাকবেন।


অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জেতালেও বিরাট কোহলি দলে ফেরায় তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দিতে হল রাহানেকে। ভারতে খেলা হবে বাড়তি স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল দলে ঢুকেছেন। গাব্বায় চমকে দেওয়া পারফর্ম্যান্সের সুবাদে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।
মূল দলের পাশাপাশি স্ট্যান্ড-বাই ক্রিকেটার ও নেট বোলারের পুলও ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল (ফিটনেট টেস্টে পাশ করলে), জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।
স্ট্যান্ড-বাই: কেএস ভরত (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ নদিম ও রাহুল চাহার।
নেট বোলার: অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম ও সৌরভ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *