নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের প্রধান কার্যালয় পৌঁছিয়ে প্লাজমা দাতাদের সঙ্গে দেখা করে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবার প্রথমে দিল্লি পুলিশের কর্তব্য হচ্ছে দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা। পাশাপাশি বিক্ষোভরত কৃষকদের সঙ্গেও শান্তিপূর্ণভাবে আলোচনা চালিয়ে যাওয়া। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভালো কাজ করে গিয়েছে দিল্লি পুলিশ। আইন-শৃঙ্খলা দেখভালের দায়িত্ব পুলিশের। সেই নিরিখে প্রশাসনিক বিভাগগুলির মধ্যে পুলিশ বিভাগ সবার আগে থাকবে। উন্নয়নের দিকে তখনই রাজ্য এগিয়ে যেতে পারে যখন সমাজে আইন ব্যবস্থা ঠিক থাকে।
এদিন দিল্লি পুলিশের কমিশনার এসএম শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশের মধ্যে ব্যবহার করা প্রযুক্তির নিরন্তন পরিবর্তন ও উন্নত হওয়া প্রয়োজন। এর জন্য পুলিশ টেকনোলজি সেল তৈরি করা হয়েছে। এই সেল কোন প্রযুক্তির প্রয়োজন পড়লে বিদেশ থেকে আমদানি করতে পারবে। এমনকি প্রযুক্তির ব্যাপ্তি বৃদ্ধি করতে পারবে।