বিজেপি নেত্রীর মৃতদেহ উদ্ধার পেঁচারথলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ পেঁচারথল রেল স্টেশনের কাছে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার৷ সংবাদ সূত্রে জানা গিয়ে মৃতার নাম সতিদেবী চাকমা৷ তিনি বিজেপি মহিলা মোর্চার পাবিয়াছড়া মন্ডলের সহ সভানেত্রী৷

মৃতদেহ উদ্ধারের খবর পেয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পেঁচারথল হেলথ সেন্টারে নিয়ে যায়৷ পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মহিলার মৃত্যু কি রেলের ধাক্কায় নাকি অন্য কিছু, এনিয়ে জোর প্রশ্ণ উঠেছে স্থানীয়দের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *