BRAKING NEWS

সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের সাক্ষী থাকছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৬ জানুয়ারি (হি. স.): করোনা টিকাকরণ অভিযানের মাধ্যমে গোটা বিশ্ব ভারতের আত্মনির্ভর সম্ভাবনার সাক্ষী থাকবে। শনিবার এ কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এদিন দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে টুইট করে যোগী আদিত্যনাথ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযান শুরু হয়ে গিয়েছে। করোনা থেকে রক্ষার্থে আত্মনির্ভর ভারতের এই ঐতিহাসিক অভিযান নির্ণায়ক যুদ্ধ হিসেবে প্রতিপন্ন হবে। স্বদেশী প্রতিষেধক নির্মাণের ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং বৈজ্ঞানিকদের অঙ্গীকারবদ্ধ কঠোর শ্রম দেশজুড়ে করোনা প্রতিষেধকের টিকাকরণের মাধ্যমে সফল হতে চলেছে। আত্মনির্ভর ভারতের সম্ভাবনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব।

প্রসঙ্গত, দেশের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩০০৬ সেশন সাইট গড়ে তোলা হয়েছে। এদিন প্রতিটি সেশানে ১০০ জনকে টিকা দেওয়া হবে। প্রত্যেক দিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকাকরণ অভিযান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *