নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে ভারতের পরাক্রমী সৈনিক এবং তাঁদের পরিবারের সদস্যদের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনী শক্তিশালী, সাহসী ও সংকল্পবদ্ধ এবং সর্বদা দেশকে গর্বিত করেছে। সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে আমি স্যালুট জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী ছাড়াও সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
বীরত্ব ও শক্তির প্রতীক ভারতীয় সেনাবাহিনী : অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লিখেছেন, ‘বীরত্ব ও শক্তির প্রতীক ভারতীয় সেনাবাহিনী। দেশের সাহসী সৈন্যদের অদম্য সাহস ও ত্যাগের প্রতি স্যালুট জানাই। দেশের প্রতি তাঁদের নিঃস্বার্থ সেবা উৎসর্গের জন্য দেশ গর্বিত।’
বীরত্ব এবং ত্যাগের জন্য ভারতীয় সেনাকে স্যালুট জানাই : রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, অদম্য সাহস, বীরত্ব এবং ত্যাগের জন্য ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই।