শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): কাশ্মীরে সাইবার জালিয়াতি এবং হ্যাকিংয়ের বড়সড় চক্রের পর্দাফাঁস করল কাশ্মীর পুলিশ। শ্রীনগরের (কাশ্মীর জোন) সাইবার পুলিশ স্টেশনে দায়ের হওয়া একটি এফআইআর-এর ভিত্তিতে মোট ২৩ জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। বুধবার কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘সাইবার জালিয়াতি এবং হ্যাকিংয়ের দায়ে শ্রীনগরের (কাশ্মীর জোন) সাইবার পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়, এরপর শ্রীনগর জেলার বিভিন্ন কল সেন্টারে অভিযান চালানো হয়। মোট ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ সূত্রের খবর, চলতি মাসেই (২০২১ সালের ২ জানুয়ারি) সাইবার পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়েছিল, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬, ৬৬-বি, ৬৬-সি এবং ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই এফআইআর-এর ভিত্তিতে শ্রীনগর জেলার বিভিন্ন কল সেন্টারে হানা দিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।