নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জানুয়ারি৷৷ দুর্নীতির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল গন্ডাছড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের এলডিসি অর্ণব চক্রবর্তী৷
গত চার জানুয়ারী তার বিরোদ্ধে চেক জালিয়াতি মিড-ডে মিলের মোটা অংঙ্কের টাকা হাপিজ করার গুরুতর অভিযোগ এনে ডিডিও তথা গন্ডাছড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা গন্ডাছড়া থানায় অর্ণবের বিরোদ্ধে মামলা করে৷ যার কেইস নম্বর ২/২০২১ . গন্ডাছড়া থানার পুলিশ ৪০৯/৪৬৮ আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে৷ এই খবর শুনে অর্ণব চক্রবর্তী অন্যাত্র পালিয়ে যায়৷
অবশেষে সে গত শনিবার আগরতলা পূর্ব থানার ওসির কাছে আত্মসমর্থন করে৷ আত্মসমর্থনের কিছুক্ষন পর সে অসুস হয়ে পড়লে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ পরে রবিবার গভীর রাতে তাকে গন্ডাছড়া থানায় নিয়ে আসা হয়৷ সোমবার অর্ণব চক্রবর্তীকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে মেডিকেল পরিক্ষা করানো হয়৷ এই দিনেই তাকে গন্ডাছড়া এসডিজিএম কোর্টে তুলা হয়৷