BRAKING NEWS

আন্দোলনস্থলে চাকুরীর অফার কোথাও দেয়া যায় কি, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ চাকরিচ্যুত শিক্ষকরা রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে যখন এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করে চলেছেন ঠিক সেই সময়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী তাদের চাকুরীতে নিযুক্তির সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিতে না পারলেও আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আরও বলেন দেশের কোথাও কি এমন আছে যে আন্দোলনস্থলে গিয়ে চাকুরীর অফার দেওয়া যায়৷


রবিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী বলেন তাদেরকে আন্দোলন করার কোন প্রয়োজন নেই৷ এই মুহূর্তে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে নিতে তিনি আহ্বান জানিয়েছেন৷আন্দোলনকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট কথাও বলেনি কোন ধরনের ইন্টারভিউ ছাড়া তাদেরকে চাকরিতে নিযুক্ত করার জন্য৷সুপ্রিম কোর্ট যদি এ ধরনের কোনো কথা বলে থাকে তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন৷


রাজ্য সরকার যা করছে তাদের বিষয়ে সহানুভূতিশীল বলেও তিনি দাবি করেন৷ শিক্ষামন্ত্রী বলেন রাজ্য সরকার সাড়ে পাঁচ হাজার পদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে৷ আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও শেষ হয়ে যায়নি৷যেসব চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা আগরতলায় সিটি সেন্টারের সামনে আন্দোলনে শামিল হয়েছেন তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে নিয়ে চাকরির জন্য আবেদন করতে তিনি আহ্বান জানিয়েছেন৷ইন্টারভিউর মাধ্যমে চাকুরীতে নিযুক্তি পত্র পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন৷

এই পদ্ধতিতে যারা চাকরি পাবেননা তারা প্রয়োজন বোধে আন্দোলন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন৷শিক্ষামন্ত্রী বলেন চাকরিচ্যুতদের প্রসঙ্গে মানিকবাবু কিংবা বাদল বাবুরা কি বললেন সেটা ভেবে কোন লাভ নেই৷ বর্তমান সরকার তাদের চাকরি কেড়ে নেয়নি বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন সুপ্রিম কোর্ট তাদের চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ জারি করেছে৷ এ বিষয়ে রাজ্য সরকারের কিছুই করার নেই বলেও তিনি উল্লেখ করেন৷ তবে চাকরিচ্যুত দের জন্য তারা সহানুভূতিশীল বল পুনরায় তিনি উল্লেখ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *