BRAKING NEWS

বিশালগড়ে ফার্মে হাঁসের মড়ক বার্ড ফ্লুর আতঙ্কে দপ্তর কর্তারা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জানুয়ারি৷৷ বিশালগড় ঢাকার বাড়ি এলাকার মণিপুরী বস্তিতে সরকারি অর্থে পাওয়া হাঁসের বাচ্চা দিয়ে আজ থেকে প্রায় চার মাস পূর্বে একটি হাঁসের ফার্ম করেছে এলাকার বিকাশ সিনহা সহ আরো চার যুবক৷ অনেক মাস ধরে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে সমস্ত হাঁসগুলিকে লালন পালন করে আসছিলেন চার যুবক৷ আর মাত্র কিছুদিন পরই এ সমস্ত হাঁসগুলি ঘরে প্রত্যেকদিন ১০০ থেকে ২০০টি করে ডিম দেওয়া শুরু হবে৷


হঠাৎ করে চার পাঁচ দিন ধরে প্রত্যেক দিনে এ ফার্মের মধ্যে গড়ে প্রায় ১০ থেকে ২৫ টি হাঁস মারা যাচ্ছে৷ ভয়ে ফার্মের মালিক প্রথমে চড়িলাম পশু হাসপাতালের ডাক্তারের নিকট চিকিৎসা করার জন্য চলে যান৷ কিন্তু তার কোনো রকম ফল পাওয়া গেল না৷ অবশেষে বৃহস্পতিবার হাঁসের মৃত্যুর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে৷ সেই সময় পশু হাসপাতাল এর সমস্ত আধিকারকীরা ছুটে আসেন ঢাকার বাড়িস্থিত সেই বিকাশ সিনহার ফার্মে৷

সেখান থেকেই মৃত হাঁসগুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগরতলা স্থিত পশু চিকিৎসা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না তারা৷ কিন্তু ডাক্তার বলছেন এদের মধ্যে বার্ড ফ্লু নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ তাই এখন উক্ত ফার্মের মালিকেরা চাইছেন সরকারি মত যা যা করণীয় তা যেন সরকার এ ফার্মের প্রতি কিছু করেন এবং তাদের এ ফার্মকে যেন রক্ষা করেন৷
এদিকে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা জানিয়েছেন রাজ্যে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের তথ্য আসেনি যে ত্রিপুরাতে বার্ড ফ্লু এর সংক্রমণ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *