নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ জানুয়ারি৷৷ মেঘালয়ে তৈরি অবৈধ বিলাতি মদ ত্রিপুরায় পাচার করতে গিয়ে আন্তঃরাজ্য সীমান্ত চোরাইবাড়ি (অসম) পুলিশের হাতে ধরা পড়েছে অগ্রভাগে বড় বড় অক্ষরে ‘অন গভটডিউটি’ লেখা ইনড্যান মার্কা এলপিজি অর্থাৎ রান্নার গ্যা স সিলিন্ডার পরিবাহী ট্রাক৷
প্রাপ্ত খবরে প্রকাশ, রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ চোরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশির সময় মেঘালয় থেকে আগত এএস ০১ ডিসি ৯৭৪৭ নম্বরের ‘অন গভটডিউটি’ লেখা এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক পুলিশ ওয়াচপোস্ট এলাকায় ঢোকার পর সন্দেহ হয় অফিসার ইনচার্জ মিন্টু শীলের৷ তিনি গাড়িটিকে আটকে তাতে তালাশি চালিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মেঘালয়ে তৈরি অবৈধ বিলাতি মদের ৪৯৭ কার্টুন উদ্ধার করেন৷ এগুলির মধ্যে রয়েছে গোল্ডকাফ, ওল্ডমংক, আহিভ, রয়েল স্ট্যাগ ইত্যািদি ব্রান্ডের নকল বিলাতি মদ৷ তাছাড়া ট্রাকে সামান্য কিছু হিন্দুস্তান লিভার কোম্পানির প্রসাধনী সামগ্রী সহ এগুলোর একটি চালান পাওয়া গেলেও বিলাতি মদের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি৷
পুলিশ চেকপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ট্রাক চালক রঞ্জিত দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তবে প্রাথমিক জেরায় সে নাকি বলেছে, মদের কার্টুনগুলো মেঘালয়ের বর্ণিহাট থেকে তার ট্রাকে লোড করা হয়েছিল৷ উদ্দেশ্য ছিল ত্রিপুরার কাঞ্চনপুরে নিয়ে পৌঁছনো৷ তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা নিয়ে আটক রঞ্জিত দেবনাথকে গ্রেফতার করা হয়েছে৷ মঙ্গলবার মদ সমেত চালক রঞ্জিতকে করিমগঞ্জের আদালতে পেশ করা হবে৷