নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ত্রিপুরা বাজারে মাটিচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ মাটি চাপায় মৃত শ্রমিকের নাম বাবুল দেবনাথ৷মৃত শ্রমিকের বাড়ি ঈশানচন্দ্র নগর পঞ্চায়েত এলাকায়৷
সংবাদসূত্রে জানা গেছে ত্রিপুরা বাজার এলাকায় একটি মাটির কোয়ারিতে ড্রজার দিয়ে মাটি কাটার কাজ চলছিল৷ বাবুল দেবনাথ নামে ওই শ্রমিক সেখানেই কাজ করতো৷ ড্রজার দিয়ে মাটি কাটার সময় হঠাৎ জেলার মাটি ধসে পড়ে৷ তখন মাটির নিচে চাপা পড়ে বাবুল দেবনাথ নামে ওই শ্রমিক৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে৷ মাটির নিচ থেকে চাপা পড়া ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়৷ এ ব্যাপারে বিলোনিয়া থানায় একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করা হয়েছে৷
এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷কাজ করতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে সংসারে বাবুল দেবনাথ ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷শ্রমিক পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য পরিবার এবং এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷