BRAKING NEWS

কেরলে করোনার চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্য পরিবর্তন এসেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ২৬ ডিসেম্বর (হি. স.): কেরলে করোনা ভাইরাস নিজের চরিত্র আংশিক পরিবর্তন করেছে। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। এদিন তিনি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কোঝিকোরে এক গবেষণায় জানা গিয়েছে যে করোনা তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করেছে। যদিও এই পরিবর্তনের সঙ্গে ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের পরিবর্তনের কোন রকমের সম্পর্ক নেই।


উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ব্রিটেনের থেকে কেরলে ফেরত ৮ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই সকল যাত্রীর শরীরে পাওয়া করোনা সংক্রমনের বিস্তারে গবেষণা চলছে। গবেষণা করে দেখা হচ্ছে যে এই সকল যাত্রী শরীরে কোনো রকমের করোনা সংক্রমণের চারিত্রিক পরিবর্তন হচ্ছে কিনা।ইতিমধ্যেই অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত রকমের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত। কিন্তু ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত যে সকল যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে ফিরেছে তাদের ওপর নজরদারি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *