BRAKING NEWS

ভারতে মোট সুস্থতা ৯৭.৪০-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৫১

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতে বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৩ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০১,৬৯,১১৮-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ২৫১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২,২৭২ জন এবং সুস্থ হয়েছেন ২২,২৭৪ জন।


২৫১ বেড়ে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৩৪৩ জন। বিগত ২৪ ঘন্টায় ২২,২৭৪ জন সুস্থ হওয়ার পর ভারতে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,৪০,১০৮ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৬৬৭ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ২৫২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৮,৫৩,৫২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *