কৃষকদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানাল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলন চালাচ্ছে কৃষকরা৷ কৃষকদের সেই আন্দোলনকে সমর্থন করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি৷ একই সাথে ৮ ডিসেম্বর কৃষকরা দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সমর্থন করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি৷


সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস৷ তিনি আশা ব্যক্ত করেন সকল অংশের মানুষ এই ধর্মঘটে সামিল হবে৷ তিনি আরও বলেন যে আইন গুলি বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন করছে, সেই আইন গুলির ফলে মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে৷
এদিকে, এদিন রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠতি করেছে বামপন্থী ছাত্র ও যুবসংগঠনগুলি বনধের সমর্থনে৷